ইউনিয়নের ইতিহাস:
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়নটি, পূর্বে ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের অন্তগর্ত ছিল। ১৯৭৩সালে ১১নং দক্ষিণ বাদেপাশা নামকরণ করে পৃথক ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের কার্যালয়ের ভূমিদাতা হাজি মফজ্জিল আলীসহ তাহার ভ্রাতাগণ, পিতা মৃত মাওলানা নওয়াব আলী, সাকিন খাটকাই। ১৯৯২সালে দক্ষিন বাদেপাশা নামের পরিবর্তে ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন নামকরণ করা হয়। নাম ফলক উন্মোচন করেন তখনকার জেলা প্রশাসক জনাব আব্দুল লতিফ। ইউনিয়নটির একদিকে কুশিয়ারা নদী অপর দিকে ইতিহাস খ্যাত বৃহত্তর হাওড় হাকালুকি। উপজেলা সদর হইতে সড়ক পথে ১৮কি:মি: দুরত্ত্ব, এর আয়তন ১৯.৯০বর্গ কিলোমিটার। সীমানা: পূর্বে বাদেপাশা ইউনিয়ন পরিষদ এবং বড়লেখা উপজেলা, পশ্চিমে ফেঞ্চুগঞ্জ উপজেলা, উত্তরে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ, দক্ষিণে হাকালুকি হাওড়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS