Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আপনার শিশুর 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন
বিস্তারিত

এই লিংকে ক্লিক করুন- https://bdris.gov.bd/br/application

আবেদন করার পর আপনরা করণীয় কি কি....?

০১। আবেদনের প্রিন্ট কপি নিবন্ধন অফিসে দাখিল করলে নিবন্ধক জন্ম নিবন্ধন করতে দিবেন।

০২। জন্ম ও নিবন্ধন বিধিমালা ২০১৮ অনুযায়ী নতুন জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

নির্ভুল নিবন্ধন একবার,বিড়ম্বনা নয় বারবার

                                                

জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদন করিলে

  1. যথাযথভাবে আবেদন ফরম পূরণ
  2.                     
  3. জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণ হিসোবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনিুলিপি অথবা বার্থ এটেন্ডেড এর প্রত্যয়ন বা অন্য কোন প্রমানপত্র।
  4.                     
  5. ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি
  6.                     
  7. পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

জন্মের ৪৫ দিন পর ৫ বছরের মধ্যে আবেদন করিলে

  1. যথাযথভাবে আবেদন ফরম পূরণ
  2.                     
  3. ইপিআই কার্ডের ফটোকপি/ইপিআই কর্মীর প্রত্যয়ন
  4.                     
  5. ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি
  6.                     
  7. পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

জন্মের ৫ বছর পর আবেদন করিলে

  1. যথাযথভাবে আবেদন ফরম পূরণ
  2.                     
  3. উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী,জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি/এইচএসসি বা অনুরুপ পরীক্ষার শিক্ষাগত সনদপত্র
  4.                     
  5. ইউপি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি
  6.                     
  7. পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

 

  1. আবেদনকারীর ১ কপি ছবি জমা দিতে হবে
  2.                     
  3. যাচাই বাছাই করে ৫ কর্মদিবসের মধ্যে জন্ম/মৃত্যুর সনদ প্রদান করা হবে।

 **** জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে শিশুর জন্ম নিবন্ধন করুন***


শাহিদুল ইসলাম

উদ্যোক্তা

শরিফগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টার।

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/06/2022
আর্কাইভ তারিখ
27/02/2023