'সকল সেবা এক ঠিকানায়' নিয়ে আসছে একসেবা প্লাটফর্ম!
সরকারি সেবার জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে নাগরিকদের জন্য অনলাইনে সেবার আবেদন দাখিল ও সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করবে ’একসেবা’।
এর মাধ্যমে আপনি নিজের বা অন্য ব্যক্তির আবেদন দাখিল ও অনলাইনে ফিস পরিশোধ করতে পারবেন; প্রোফাইলে তথ্য ও ডকুমেন্ট সংরক্ষণ করতে এবং আবেদনের সর্বশেষ অবস্থা ট্র্যাকিং করতে পারবেন এবং পত্রজারির মাধ্যমে অনলাইনে সেবা পাবেন ও অসন্তুষ্ট হলে অভিযোগ দাখিলও করতে পারবেন।
ডিজিটাল সেবা নিশ্চিত করার মাধ্যমে ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ’একসেবা’।
কার্টেসি: a2i
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস