সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক ইনফো সরকার-৩ পর্যায় প্রকল্পের আওতায় সকল ইউনিয়নের প্রতিটা গ্রামে গ্রামে 5Mbbs (uplink speed 5 Mbbs, download speed 5 Mbbs) ইন্টারনেট সংযোগ সেবা দেওয়া হবে এবং সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার পপ (সার্ভার) থেকে সকল স্কুল-কলেজ, সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি সকল দোকান/ বাসা বাড়ির সংযোগ এই কানেক্টিভিটি দ্বারা সেবা প্রদান করা হবে। এক্ষেত্রে ইন্টারনেট খরচ অন্যান্য বেসকারি আইএসপি থেকে কম দামে হবে এবং ব্যান্ডউইথ বেশি করা হবে।
ইন্টারনেট সংযোগ নিতে আগ্রহী যারা তারা শরিফগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সরাসরি যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
শাহিদুল ইসলাম
উদ্যোক্তা
শরিফগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টার
গোলাপগঞ্জ, সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস